দীর্ঘ ১৮ দিন আইসোলেশনে থেকে গত শনিবার সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন এক গৃহবধূ। বিষয়টি নিশ্চিত করেছেন সরাইল হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নোমান মিয়া। ওই গৃহবধূর বাড়ি উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের তেরকান্দা গ্রামে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, গত ১৭ এপ্রিল নারায়ণ গঞ্জ থেকে গ্রামের বাড়ি তেরকান্দা গ্রামে আসেন গৃহবধূর পরিবার। ১৮ এপ্রিল তার নমুনা সংগ্রহ করে নিরীক্ষার জন্য পাঠায় হাসপাতাল কর্তৃপক্ষ। ১৯ এপ্রিল ফলাফল আসে পজেটিভ। ২০ এপ্রিল উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এস এম মোসার নেতৃত্বে একটি মেডিকেল উপস্থিত হয় ওই গৃহবধূর বাড়িতে। প্রথমে আইসোলেশনে যেতে অনিচ্ছা প্রকাশ করলেও শেষ পর্যন্ত যেতে সম্মত হন। হাসপাতালের এ্যম্বোলেন্সে করে জেলা সদরের মেড্ডার বক্ষব্যধি হাসপাতালের আইসোলেশনে পাঠানো হয় ওই গৃহবধূকে। দীর্ঘ ১৮ দিন আইসোলেশনে থাকা অবস্থায় পরপর ২টি নিরীক্ষায় পজেটিভ আসে। একটুও বিচলিত হননি গৃহবধূ। চিকিৎসকরাও অত্যন্ত আন্তরিকতার সাথে চিকিৎসা সেবা দিয়েছেন। সর্বশেষ গত ৭ মে আবারও নমুনা সংগ্রহ করে নিরীক্ষার জন্য প্রেরণ করেন আইসোলেশনের কর্তৃপক্ষ। গত ৯ মে ফলাফল আসে নেগেটিভ। স্বস্থ্যির নি:শ্বাস ফেলেছেন ওই গৃহবধূ। কারণ ছোট দুটি সন্তানকে বাড়িতে রেখে উনাকে চলে যেতে হয়েছিল আইসোলেশনে। যাওয়ার সময় ওঁর পা সামনের দিকে যেতে চায়নি। অনেকটা জোর করেই হেঁটে গিয়ে এ্যম্বোলেন্সে ওঠেছিলেন ওই গৃহবধূ। একদিকে করোনায় আক্রান্তের ভীতি। অপরদিকে দু’টো সন্তান ও বাড়ি ফেলে যাওয়ার মায়া। করোনায় প্রাণ চলে গেলে আর দেখা হবে স্বামী, সন্তান সহ কোন স্বজনের সাথে। এমন সব ভাবনা কুঁড়ে খাচ্ছিল ওই গৃহবধূকে। চোখের জল ছেড়ে দিয়ে অনেকটা অসহায় দৃষ্টিতে পেছনের দিকে বারবার তাকিয়ে কাঁদছিলেন তিনি। পেছন থেকে আরেক করোনা যুদ্ধা সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা আক্রান্ত গৃহবধূকে শান্তনা দিয়ে বলেছিলেন, চিন্তা করবেন না। আল্লাহকে স্বরণ করূন। যে আল্লাহ রোগ দিয়েছেন, সেই আল্লাহই আপনাকে সুস্থ্য করবেন-ইনশাল্লাহ। করোনা ভয়কে জয় করেছেন ওই গৃহবধূ। করোনা যুদ্ধে জয়ী ওই গৃহবধূ আবেগে আপ্লুত হয়ে বলেন, আমার সন্তানদের রেখে হাসপাতালে চলে যেতে হবে কল্পনাও করিনি। খুবই ভয় পেয়ে গিয়েছিলাম। ভেবেছিলাম এটাই মনে হয় আমার শেষ যাওয়া। আইসোলেশনের প্রথম ৩-৪ দিন খুবই ছটফট করেছি। ভাল লাগেনি। একসময় মনে সাহস এসে যায়। চিকিৎসা চলছে। ভালই তো লাগছে। শরীরটাও যখন কিছুটা হালকা অনুভব করলাম। তখন মনোবল আরো চাঙ্গা হয়ে গেল। একসময় প্রতিজ্ঞা করলাম-সুস্থ্য হয়েই এখান থেকে বাড়ি ফিরব। প্রথম পরীক্ষার ফলাফল পজেটিভ আসার পর আবারও ভয় পেয়ে গেলাম। চিকিৎসকরা বললেন, ভয়ের কিছু নেই। আপনি ভাল আছেন। দ্বিতীয় নিরীক্ষার ফলাফল পজেটিভ আসার পর একেবারে হতাশ হলাম। ভাবতে শুরূ করলাম। মনে হয় লাশ হয়েই বাড়ি ফিরতে হবে। কি হবে আমার দুই সন্তানের? কে দেখবে তাদের? আমার দুই কলিজার টুকরার ভবিষ্যৎ-ই বা কি হবে? এমন ভাবনায় পড়ে গেলাম। আর চিকিৎসকরা বলছেন, আপনি শঙ্কা মুক্ত। চিন্তা করার কিছু নেই। নেগেটিভ না আসা পর্যন্ত আপনাকে রিলিজ দিব না। এমন কথায় সাহস বাড়লেও ভেতরে কাঁপনি আছে ঠিকই। সর্বশেষ গত ৫ মে আবারও নমুনা সংগ্রহ করে নিরীক্ষার জন্য পাঠালেন। ভয়ে আছি এবার যেন কি আসে। ৯ মে শনিবার ফলাফল আসল নেগেটিভ। আনন্দে অন্য ভূবনে চলে গেলাম। পৃথিবীটা আমার কাছে একেবারে নতুন মনে হল। সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সকল চিকিৎসকের কাছে আমি ঋণী। কারণ ওঁদের চেষ্টার উচিলায় আমাকে রক্ষা করেছেন আল্লাহ।
সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. আনাস ইবনে মালেক বলেন, আপাতত সরাইল করোনামুক্ত। করোনা ভাইরাসের প্রাদূর্ভাব শুরূ হওয়ার পর থেকে গতকাল রোববারু পর্যন্ত মোট ৯৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। ফলাফল পাওয়া গেছে ৭৪ জনের। এর মধ্যে আক্রান্ত (পজেটিভ) ছিলেন শুধু ওই গৃহবধূ। বাকী সব নেগেটিভ। এখন আল্লাহর চাহেতেু সরাইলে কোন করোনা রোগী নেই।