দেবহাটায় করোনা প্রতিরোধে পুলিশ সদস্যদেরকে ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী প্রদান করেছেন দেবহাটা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার শেখ ইয়াছিন ও দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহা। রোববার সকাল ১১ টায় দেবহাটা থানার চত্বরে সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার) এর পক্ষ থেকে থানার সকল পুলিশ কর্মকর্তা ও ফোর্সদেরকে এই করোনা প্রতিরোধে ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী বিতরন করা হয়। এ সময় প্রত্যেককে একটি ফেস শিল্ড, একটি চশমা ও ৫টি করে সার্জিক্যাল মাস্ক প্রদান করা হয়। এ সময় দেবহাটা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার শেখ ইয়াছিন ও দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহা ছাড়াও দেবহাটা থানার ওসি (তদন্ত) উজ্জ্বল কুমার মৈত্র, সেকেন্ড কর্মকর্তা এসআই নয়ন চৌধুরীসহ থানার সকল অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন। সুরক্ষা সামগ্রী বিতরনকালে দেবহাটা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার শেখ ইয়াছিন ও দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহা সকল পুলিশ সদস্যদেরকে সতর্কতার সাথে দায়িত্ব পালন ও সরকারের সকল নির্দেশনা মেনে চলার আহবান জানান।