জয়পুরহাটের ক্ষেতলালে তুলশিগঙ্গা ইউনিয়নের দাশড়া সড়াইল গ্রামে শামীম হোসেন (৪০) নামে ওষুধ ব্যবসায়ীকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত শামীম হোসেন উপজেলার তুলশিগঙ্গা ইউনিয়নের সড়াইল গ্রামের আব্দুল গফুরের ছেলে জানা গেছে, প্রতিদিনের মত শনিবার রাত ১০টায় পর উপজেলার মনঝার বাজার এলাকায় ওষধের দোকান বন্ধ করে বাড়ীতে ফেরার পথে বাড়ীর সন্নিকটে পৌঁছলে পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা তাকে অতর্কিত হামলা করে এলোপাথারী চুরিকাঘাত ও গলা কেটে হত্যা করে। মৃত্য নিশ্চিত করে দ্রুত স্থান ত্যাগ করে দুর্বৃত্তরা। একপর্যায়ে নিহত শামীম হোসেন এর গোঙ্গানির শব্দ শুনে প্রতিবেশিরা ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে থানায় খবর দিলে ওই রাতেই পুলিশ নিহত শামীমের মরদেহ সুরতহাল রির্পোটের জন্য ক্ষেতলাল থানায় নিয়ে আসে।। ক্ষেতলাল থানার অফিসার্স ইনচার্জ এ এস এম সিদ্দিকুর রহমান জানান,পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকান্ড ঘটানো হয়ে থাকতে পারে। আলামত সহ মরদেহটি ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মেডিক্যাল রির্পোট প্রাপ্তির পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। তদন্ত অব্যাহত রয়েছে।