ঝিনাইদহে করোনাকে উপক্ষো করে শহরের বিপণী বিতান গুলোতে রয়েছে উপচেপড়া ভীড়। করোনা ভাইরাসের ভয়াল থাবা থেকে মানুষকে রক্ষার জন্য সরকার নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকান ও ঔষধের দোকান ব্যতীত সকল ব্যবসায় প্রতিষ্ঠান বন্ধ ঘোষনা করে। কিন্তু দীর্ঘ প্রায় ২ মাস পর সরকারের নির্দেশে রোববার সকাল থেকে বিপনী বিতান গুলো খুলে সামাজিক দুরত্ব বজায় রেখে বেচা কেনা করার কথা থাকলেও তা মানছে না কেউই। ক্রেতা কিংবা বিক্রেতারা হাতে গ্লাবস, মুখে মাস্ক কিংবা দুরত্ব বজায় রাখা কোনটাই করছে না।
এছাড়ারও সরকারী ও বেসরকারী ব্যাংকেও রয়েছে মানুষের ঢল। শহরে রয়েছে স্বাভাবিক সময়ের মত মানুষের কোলাহল। তবুও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মানুষদের করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে তাদের সচেতনতা কার্যক্রম অব্যহত রেখেছে।