ঝিনাইদহে করোনায় ক্ষতিগ্রস্থ, অসহায় ও কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেছে বে-সরকারী সংস্থা আশা। রোববার বেলা ১০ টার সময় ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় ২’শ ব্যাগ খাদ্য সমাগ্রী কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট এবং একই দিনে কোটচাঁদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট ২’শ ব্যাগ খাদ্য সমগ্রী বিতরন করা হয়। বে-সরকারী সংস্থা ”আশা”র এডিশনাল ডিভিশনাল ম্যানেজার মোঃ ওমর ফারুক বলেন, আমরা আগামীকাল সোমবার মহেশপুর উপজেলায় ২’শ ব্যাগসহ ৩ উপজেলায় ৬’শ ব্যাগ খাদ্য সামগ্রী বিতরন করা হবে। প্রতি ব্যাগে ১০ কেজি চাল, ২ কেজি ডাল, ২ কেজি আলু, ১ কেজি লবন ও ১ তেল সহ মোট ১৬ কেজির ব্যাগ আসহায় মানুষের জন্য দেওয়া হয়। তিনি আরো বলেন, ঝিনাইদহ জেলা প্রশাসকের নিকট ৫’শ ব্যাগ, ঝিনাইদহ সদর ২’শ ব্যাগ, হরিনাকুন্ডু উপজেলায় ২’শ ব্যাগ, শৈলকূপা উপজেলায় ২’শ ব্যাগসহ ঝিনাইদহ জেলায় মোট ১ হাজার ৭’শ ব্যাগ খাদ্য সামগ্রী জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নিকট হস্তান্তর করে বিতরন করা হচ্ছে। এ সময় উপস্থিত ছিলেন আশার ডিএম রহমত উল্লাহ, আরএম নাসির উদ্দিন, আরএম আকরাম আলী, আরএম শাহাজান খাঁন, আরএম শফিকুর রহমান, সিবিএম হাশেম আলী সহ অন্যান্য নেতুবৃন্দ।