করোনাভাইরাস ( কোভিড-১৯) এর কারণে অসহায় কর্মহীন হয়ে পড়ে দেশের মানুষ। তাদের পাশে দাঁগিয়েছে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ রোববার (১০ মে) দুপুরে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর আওতাধীন মঈনপুর ঈদগাহ মাঠ এবং কসবা বিওপি’র আওতাধীন পৌর ঈদগাহ মাঠে সীমান্তবর্তী এলাকায় বসবাসকারী ১৭০ (্একশত সত্তর) টি হত দরিদ্্র পরিবারের মাঝে সামাজিক দুরত্ব বজায় রেখে “বিদ্যানন্দ ফাউন্ডেশন” কর্তৃক প্রদত্ত ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ বিতরণ অনুষ্ঠানে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল এস এম মেহেদী হাসান, পিএসসি এবং সহকারী পরিচালক মোঃ রফিকুল ইসলাম, কসবা প্রেসক্লাব সভাপতি মো. সোলেমান খান ও কসবা পৌর কাউন্সিলর মো. আবু জাহের, পিবিজিএমএস, পুলিশ প্রতিনিধি, সাংবাদিক ও সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।