কসবায় করোনা আতঙ্কে অসহায় কর্মহীন গরীব পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেন উপজেলা আওয়ামী লীগ যুগ্ন-আহ্বায়ক এমজি হাক্কানী। রোববার (১০ মে) নিজ বাড়িতে সামাজিক দুরত্ব বজায় রেখে পরিবারের পক্ষ থেকে এলাকার ৩শ অসহায় কর্মহীন মানুষের মাঝে এ সকল ত্রান সামগ্রী বিতরন করা হয়। চাল, ডাল, চিনি, সেমাই সহ বিভিন্ন প্রকারের খাদ্র সামগ্রী দেয়া হয়। বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মো.রাশেদুল কাওসার ভূইয়া জীবন। এ সময় উপজেলা আওয়ামী লীগ যুগ্ন-আহ্বায়ক এমজি হাক্কানী, কসবা প্রেসক্লাব সভাপতি মো. সোলেমান খান, উপজেলা যুবলীগ সভাপতি এম এ আজিজ, সহ-সভাপতি এম এইচ মানিক, উপজেলা ছাত্রলীগ সাবেক সভাপতি মো. এমরাহান, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. শহীদুল্লাহ, যুবলীগ নেতা এমজি আজম ও দলীয় নেতৃবৃন্দসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য এর আগেও আওয়ামী লীগ যুগ্মআহ্বায়ক এমজি হাক্কানীর পরিবারের পক্ষ থেকে এলাকার শতাধিক অসহায় কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।