রোববার সকালে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সমসাবাদ গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে অফির উদ্দিন (৬৫) নামের একব্যক্তির মৃত্যু হয়েছে।
এলাকাবাসী জানায়, অফির উদ্দিন তার আবাদি জমি থেকে কাজ বাড়ি ফিরার পথে মুরগী খামারের বেড়ায় বিদ্যুতায়ীত হয়ে মারাত্মক আহত হন। মুমুর্ষ অবস্থায় তাকে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে নেয়ার পথে মারা যান। জানা গেছে শেয়ালের উৎপাত থেকে মুরগীর খামার রক্ষার্থে খামারের মালিক আইনুল হোসেন খামারের চারিপার্শ্বে বিদ্যুতের তার জড়িয়ে রাখেন। তারে বিদ্যুৎ সংযোগ দেন রাতে আবার সকালে খুলে দেন। আজ সকালে বিদ্যুতের সংযোগ খুলে না রাখায় এ দুর্ঘটনা ঘটে। পাঁচবিবি থানার কর্মকর্তা ইনচার্জ মুনসুর রহমান ঘটনাটি নিশ্চিত করেছেন।