করোনা দুর্যোগের কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় পাঁচবিবির ২০টি কেজি স্কুলের প্রায় ২৫০ জন শিক্ষক মানবেতর জীবন যাপন করছে।
ছাত্র-ছাত্রীদের বেতনের উপর নির্ভরশীল এই কেজি স্কুলগুলির শিক্ষকেরা প্রাইভেট পড়ানোর আশায় নাম মাত্র বেতনে চাকুরী করে থাকে। করোনা মহামারীর কারণে স্কুল ও প্রাইভেট বন্ধ প্রায় ২’মাস থেকে ফলে স্কুলগুলোর মালিক পক্ষ শিক্ষকদের বেতন ভাতা দিচ্ছে না। এতে শিক্ষকেরা পরেছে মহাসঙ্কটে। চলছে রমজান, আসছে ঈদ, করোনা মহামারীর মধ্যেও অন্যান্য পেশা জীবিরা রমজান ও ঈদের বাজারঘাট সাধ্যমত করছে। বঞ্চিত শুধু এই কেজি স্কুলের শিক্ষকেরা। এদের না আছে ত্রাণ, না আছে প্রনোদনা, না আছে বেতন ভাতা, ফলে তারা মানবেতর জীবন যাপন করছে। এই শিক্ষকেরা অধিকাংশই উচ্চশিক্ষিত বেকার যুবক-যুবতি। কোথাও চাকুরী না পাওয়ায় বেকারত্তের গ্লানি থেকে একটু নিস্কৃতি পাওয়ার জন্য কেজি স্কুলগুলোতে চাকুরী করছে। এখন তাদের মধ্যে করোনার চেয়েও আর্থিক সংকটটি ভংঙ্কর হয়ে দেখা দিয়েছে। এমনকি অনেক শিক্ষকের হাতে খাবার কেনার মত পয়সা পর্যন্ত নাই। পাঁচবিবি কেজি স্কুলগুলোর সংগঠন “উত্তরণ নন গভরর্মন্ট স্কুল এ্যাসুসিয়েশন”এর সম্পাদক রেজাউল ইসলাম বলেন “আধুনিক শিক্ষার ভিত তৈরী করে দেন কেজি স্কুলের শিক্ষকেরা এরা সম্ভ্রান্ত পরিবারের উচ্চশিক্ষিত বেকার যুবক-যুবতি। নিজের কষ্টের কথা কাউকে বলতে পারে না এরা। এদের মূল্যায়নও নাই”। বাগজানা কিন্ডার গার্ডেন স্কুলের মালিক ও অধ্যক্ষ হেলেন আক্তার পপি বলেন, “আমাদের স্কুল চলে ছাত্রদের বেতনের উপর, গত ২’মাস থেকে করোনার কারণে স্কুল বন্ধ থাকায় ছাত্র-ছাত্রীরা স্কুলে আসছে না, বেতনও দিচ্ছে না, ফলে আমরাও শিক্ষকদেরকে বেতন দিতে পারছি না”। প্রমিসিং প্রি-ক্যাডেট স্কুলের শিক্ষক রাকিবুল হাসান বলেন, ভিষন কষ্টে আছি ভ্যাই, স্কুল বন্ধ থাকায় অধ্যক্ষ স্যার বেতন দিচ্ছেন না। এদিকে প্রাইভেট পড়ানো ও বন্ধ, সামনে ঈদ এখন কি করি, কোন কুল কিনারা পাচ্ছি না।