রাজশাহীর মোহনপুর উপজেলার জাহানাবাদ ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান আবদুল লতিফসহ কয়েকজন ব্যক্তির নিজ উদ্যোগে করোনো রোধে প্রায় ২৫০ জন কর্মহীন মানুষের মাঝে চাল বিতরণ করা হয়েছে।
আজ রোববার (১০মে) মোহনপুর উপজেলার জাহানাবাদ ইউনিয়নের হাজরাপাড়া মোড়ে প্রধান অতিথি হিসেবে কর্মহীন মানুষের মাঝে চাল বিতরণ করেছেন মোহনপুর থানার এস আই আমজাদ হোসেন। ওই সকল কর্মহীন মানুষকে ব্যক্তিগত অর্থায়নে চাল দিয়ে সহযোগিতা করেছেন জাহানাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবদুল লতিফ, আলাউদ্দিন মাষ্টার, মোহনপুরের সিনিয়ন সাংবাদিক এম এম মামুন, আতিকুর রহমান, কলিমুদ্দিন, আবুল হোসেন, সুলতান আলী, সোহরাব হোসেন মাষ্টার, ওবাইদুর রহমান, মজিবর রহমান, সাফিকুল ইসলাম, দুলাল হোসেন, শিমুল হোসেন, আবদুস সাত্তার, হাফিজুর রহমান, মহেদ আলী, জামান হোসেন, সেলিম হোসেন, খোকন আলী, রবিউল ইসলাম, উজ্জ্বল হোসেন, আশরাফুল ইসলাম, আবদুস সালাম।