জামালপুরে করোনায় নতুন করে আরো ৩জন সংক্রামিত হয়েছেন। আক্রান্তদের মধ্যে মেলান্দহ উপজেলার ২ জন এবং ইসলামপুর উপজেলায় ১জন মোট ৩জন শনাক্ত হয়েছেন। গত শনিবার(৯ মে)সন্ধ্যা রাতে সর্বশেষ রির্পোট অনুযায়ী এ জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১০৭জন বিষয়টি নিশ্চিত করেছেন জেলা স্বাস্থ্য বিভাগ।
মেলান্দহ উপজেলার দুইজনের মধ্যে ফুলকোচা ইউনিয়ন কমিউনিটি ক্লিনিকের ৩০ বছর বয়সী সিএইচসিপি এক নারী,অপরজন নমুনা দিতে তার বাড়ি ঠিকানা মেলান্দহ আদ্রা আলাইপাড় গ্রাম উল্লেখ করলেও ঠিকানা অনুযায়ী তাকে পাওয়া যায়নি। ২৮ বছর বয়সী ওই যুবক সম্প্রতি ঢাকা থেকে মেলান্দহে এসেছে বলে জানা গেছে। তাই তাকে খুঁজে বের করার জন্য স্বাস্থ্য বিভাগ চেষ্টা চালাচ্ছেন। এ ছাড়া ইসলামপুরে ২৬ বছর বয়সী যুবক সে মৌলভী বাজারের একটি বেসরকারি প্রতিষ্ঠানের মেডিকেল টেকনোলজিস্ট হিসাবে কর্মরত ছিলেন। তার বাবা ইসলামপুর হাসপাতালের চতুর্থ শ্রেণির একজন কর্মচারী। তাই তিনি ২০-২৫ দিন আগে ইসলাপুরে এসে তার বাবা- মার সাথে ইসলামপুর হাসপাতাল কোয়ার্টারে থাকেন।
এ বিষয়ে জামালপুরের সিভিল সার্জন ডাঃ প্রনয় কান্তি দাস,জানায়, জেলার ৭টি উপজেলার মধ্যে জামালপুর সদরে ৪২ জন, ইসলামপুরে ২৩জন, মাদারগঞ্জে ১২ জন, সরিষাবাড়ী ৮জন, মেলান্দহ ১১জন, বকশীগঞ্জে ৫জন, দেওয়ানগঞ্জে ৬জনসহ এপর্যন্ত সর্বমোট ১০৭ জন আক্রান্ত হয়েছেন। আক্রান্ত ১০৭জনের মধ্যে ৪৯জন আইসোলেশন থেকে সুস্থ্য হয়ে বাড়ি ফিরছেন। দুইজন নারী নমুনা পরীক্ষার আগেই এবং ১জন চিকিৎসাধীন অবস্থায় মোট ৩জন মারা গেছে। নতুন সনাক্তকৃত ৩ জনকে জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজের আইসোলেশনে স্থানান্তরের প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে।