করোনা ভাইরাস সংক্রমণের কারণে কর্মহীন হয়ে মানবেতর জীবনযাপন করছেন দেশের অসংখ্য মানুষ।এই সংকটকালে ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর গোকর্ণ সৈয়দ ওয়ালীউল্লাহ স্কুল এন্ড কলেজ পরিচালনা কমিটির সভাপতি শেখ জুবায়ের হাসানের ব্যক্তিগত উদ্যোগে কর্মহীন বাউল শিল্পীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ শনিবার বিকালে গোর্কণ ইউনিয়নের চৈয়ারকুড়ি বাউল জারু মিয়া ও অমিয়ঠাকুর সংগীতাঙ্গণের ২৫ জন শিল্পীর মাঝে সামাজিক দুরত্ব বজায় রেখে এ খাদ্য সহায়তা বিতরণ করেন। খাদ্য সামগ্রী হিসেবে প্রত্যেক পরিবারকে চাল,ডাল,তেল,পেয়াঁজ,আলু,চিনি,চা পাতা,সাবান দেয়া হয়। বিতরণ করার সময় বাউল শিল্পী ওস্তাদ শ্রীচরন দাস,বাউল শিল্পী রাধু দাস,স্থানীয় ছাত্রলীগ নেতা সৈয়দ আসিফসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসময় শেখ জুবায়ের হাসান বলেন,‘করোনার প্রভাবে আপাদকালিন সময়ে ২৫ জন কর্মহীন বাউল শিল্পীর পরিবারের মাঝে মাননীয় সংসদ সদস্য বদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেন সংগ্রাম ভাইয়ের নির্দেশে আমার ব্যক্তিগত পক্ষ থেকে সামান্য কিছু খাদ্য সহায়তা বিতরণ প্রদান করা হয়েছে। বর্তমানে তারা সবচেয়ে মানবেতর জীবনযাপন করছেন। তাদের জন্য আমাদের এগিয়ে আসা উচিত। আমার এ কার্যক্রম অব্যাহত থাকবে।
উল্লেখ্য এর আগেও তিনি গোকর্ণ গ্রামের কর্মহীন হতদরিদ্র দুইশত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন।