কুড়িগ্রামের উলিপুরে করোনাভাইরাসের কারণে শ্রমিক সংকটে থাকা অসহায় বিধবার পাশে দাঁড়িয়েছেন উপজেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা। শনিবার দুপুরে উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে পৌর শহরের রামধাস ধনিরাম আমিন মোড় এলাকার বিধবা জহুরা বেওয়ার ৫০ শতক জমির ধান কাটা-মাড়াই করে ঘরে তুলে দিয়েছেন সংগঠনের কর্মীরা।
জহুরা বেওয়া বলেন, স্থানীয় শ্রমিকরা দেশের বিভিন্ন জায়গায় ধান কাটতে যাওয়ায় ও করোনাভাইরাসের কারণে এলাকায় শ্রমিক সংকট দেখা দেয়। পরে ছাত্রলীগের নেতা-কর্মীরা এসে আমার ৫০ শতক জমির ধান কাটা-মাড়াই করে দেন। এতে উপজেলা ছাত্রলীগ পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক বলেন, দেশের এই ক্রান্তিকালে অসহায় কৃষকের পাশে দাঁড়িয়েছি আমরা। ওই কৃষাণী শ্রমিক সংকটের জমির ধান কাটতে না পারায় আমাদের সংগঠনের পক্ষ থেকে উদ্যোগ নিয়ে স্বেছাশ্রমে ধান কেটে মাড়াই করে দিয়েছি। সংকটে থাকা কৃষকের উপকার করতে পেরে আমাদের ভালো লাগছে।
উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল ইসলাম রুবেল বলেন, কেন্দ্রীয় ছাত্রলীগ নির্দেশ দিয়েছে কৃষকদের পাশে থাকতে। ছাত্রলীগ যেকোনও মানবিক সংকটে সাধারণ মানুষের পাশে থাকে। এরই ধারাবাহিকতায় আজ ওই কৃষানীর ধান কেটে দেয়া হয়েছে। আর এভাবেই অসহায় কৃষকদের পাশে থাকবে উপজেলা ছাত্রলীগ।