রাজশাহী থেকে প্রকাশিত “দৈনিক গণধ্বনি প্রতিদিন পত্রিকার সম্পাদক জনাব ইয়াকুব শিকদারের বিরুদ্ধে নগরীর রাজপাড়া থানার কনস্টেবল শহিদুল ইসলামের (কং নং ৪৩৩) বানোয়াট, মিথ্যা ও ভিত্তিহীন হয়রানীমূলক সাধারন ডায়েরীর প্রতিবাদ জানিয়েছেন বাগমারা প্রেস ক্লাবের কর্মরত সংবাদ কর্মী। শনিবার ওই ঘটনায় প্রেস ক্লাবে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় পুলিশের এমন অতেুক ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। ঘটনাটি তদন্ত করে প্রকৃত অপরাধীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবী জানানো হয়। এছাড়াও এমন ঘটনা থেকে শুধু সম্পাদক নয়, কোন সংবাদ কর্মীকে অহেতুক হয়রানী করা না হয় সেই দিকে নজর রাখার জন্য পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়।