তানোরে বেপরোয়া মটনসাইকেলের ধাক্কায় এক কৃষি শ্রমিকের মৃত্যুর ঘটনায় তানোর থানায় একটি মামলা দায়েল করা হয়েছে। নিহতের বড় ভাই রবিউল ইসলাম বাদি হয়ে আজ (৯ই মে) শনিবার সকালে ১জনকে আসামি করে তানোর থানায় মামলাটি দায়ের করেন। অপর দিকে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেছেন। তবে, মামলার আসামীকে পুলিশ গ্রেপ্তার করতে পারেনী।
মামলার বিবরন, পুলিশ ও প্রত্যক্ষদর্শি সুত্রে জানা গেছে, গত শুক্রবার (৮ই মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মুন্ডমালা পৌর এলাকার আইড়া গ্রামের আবদুস সাত্তারের পুত্র তাজিমুল ইসলাম (৪০) আরো বেশ কয়েকজন শ্রমিক ধান কেটে মাথায় করে আমশো মেডিকেল মোড়ের পার্শ্বের রাস্তা দিয়ে আমশো গ্রামের মজিবুর রহমানের পুত্র রাকিবুলের বাড়িতে নিয়ে চাচ্ছিলেন। এ সময় তানোর উপজেলার সিধাইড় গ্রামের আবদুল হান্নানের পুত্র নাহিদ হাসান নিয়ে খুব দ্রুত গতিতে বেপরোয়া ভাবে এ্যাপাচি মটরসাইকেল চালিয়ে তানোর থেকে বাড়ি যাওয়ার সময় ওই শ্রমিককে ধাক্কা দিয়ে ফেলে পালিয়ে যায়। এ সময় স্থানীয় লোকজনসহ তার সাথে কর্মরত শ্রমিকরা আহত অবস্থায় ওই শ্রমিককে তানোর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ট করেন। রাজশাহী মেডিকেলে নেয়ার পথেই ওই শ্রমিকের মৃত্যু হয়। এ ব্যাপারে তানোর থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) রাকিবুল হাসান, বলেন এ ঘটনায় নিহতের বড় ভাই রবিউল ইসলাম বাদি হয়ে তানোর থানায় একটি মামলা দায়ের করেছেন। তিনি বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরন করা হয়েছে। আসামি গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।