শনিবার দুপুরে উপজেলার ভালুকঘর গ্রামে সাংবাদিক সম্মেলন করেছেন উপজেলার সাতবাড়িয়া ইউনিয়ন পরিষদের মেম্বার আজিজুর রহমান। লিখিত বক্তব্যে তিনি উল্লেখ করেন যে, গত ৭ মে সকাল ১০ টার দিকে সরকারের পক্ষ থেকে টি সিবি’র মাল বিক্রয়ের জন্য ভালুকঘর আজিজিয়া মাদ্রাসার মাঠে আসলে আমি একজন মেম্বার হিসেবে সামাজিক দুরত্ব বজায় রেখে ক্রেতাদেও লাইন দিয়ে মালামাল ক্রয়ের জন্য বলি। সে মোতাবেক সাধারণ মানুষ যখন সারিবদ্ধ হয়ে মালামাল ক্রয় করতে থাকে এ সময় ভালুকঘর গ্রামের আবদুল মালেক সানার ছেলে আবদুর রহমান নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে লাইন ছাড়াই মালামাল ক্রয়ের চেষ্টা চালায়। এ সময় অপেক্ষামান সাধারণ মানুষ ক্ষিপ্ত হয়ে ঠেলাঠেলি শুরু করলে আমি মেম্বার হিসেবে এগিয়ে আসি এবং তাদের নিবৃত্ত করি। এবং আমিও তাকে লাইনে দাঁড়িয়ে মালামাল ক্রয়ের অনুরোধ করি মাত্র। এরপর আবদুর রহমান আমাকে সহ আমার সাথে উপস্থিত পার্থ সারথী রায় চৌধুরীকে বিভিন্ন রকম হুমকী দিয়ে যায় ,যা এলাকার মানুষ জানে। এ ঘটনার পর সম্পুর্ন মিথ্যা ভাবে তাকে নাজেহাল ও ছিনতাই করার ঘটনায় কেশবপুর থানায় অভিযোগ করেছে যা সম্পুর্ণ মিত্যা ও হয়রানি মুলক। এ বিষয়ে ইউপি মেম্বার আজিজুর রহমান কেশবপুর থানায় লিখিত অভিযোগ করেছেন। তিনি সাংবাদিক সম্মেলনের মাদ্যমে মিথ্যা অভিযোগে হয়রানি বন্ধের আবেদন করেন। সাংবাদিক সম্মেলনে পার্থ সারথী রায় চৌধুরী,ফারুক হোসেনসহ এলাকার গণ্য মান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।