পাবনার চাটমোহরে টিসিবির পণ্য কিনতে প্রতিনিয়ত শত শত মানুষের ভিড় লেগেই আছে। সকাল থেকে বিকেল পর্যন্ত শিশুসহ নারী-পুরুষের লম্বা লাইন। কোন প্রকার সামাজিক দুরত্ব মানার ন্যূনতম লক্ষণ নেই। স্বাস্থ্যবিধি মানার কোন বালাই নেই।
শনিবার সকাল সাড়ে ১১টার দিকে চাটমোহর পৌর শহরের বালুচর খেলার মাঠে গিয়ে দেখা যায়,সহস্রাধিক নারী-পুরুষ দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছে। একটি ট্রাকের উপর থেকে টিসিবির ডিলার পণ্য বিক্রি করছেন। দীর্ঘ লাইনে কোন রকম দূরত্ব নেই। শরীরের সাথে শরীর লাগালাগি করে দাঁড়িয়ে সবাই। স্থানীয়ভাবে প্রশাসন কোন প্রকার পদক্ষেপ নেয়নি। ক্রেতাদের মধ্যে কোন প্রকার করোনা ভীতি লক্ষ্য করা যায়নি। ক্রেতারা জানান,ভোর থেকেই টিসিবির পণ্য কিনতে তারা লাইনে অপেক্ষা করছেন। করোনাভাইরাসের ঝুঁকি থাকা সত্বেও মানুষ ঘরে থাকছেন না। বেরিয়ে পড়ছে হাট-বাজার,রাস্তা-ঘাটে। এরই ধারাবাহিকতায় টিসিবির পণ্য কিনতে শত শত মানুষ একত্রিত হচ্ছেন। সামাজিক দূরত্ব না মেনে পণ্য ক্রেতা সকাল থেকেই একত্রিত হচ্ছেন। অধিকাংশ মানুষের মুখে কোন মাস্ক নেই। সামাজিক দূরত্ব মানার জন্য উপজেলা প্রশাসন বারবার প্রচার চালালেও,তা যেন কেউই মানছেন না। ফলে করোনা সংক্রমণের ঝুঁকি বেড়েই চলেছে।