পাবনার চাটমোহরে বাজার মনিটরিংয়ের আওতায় ভ্রাম্যমান আদালত পরিচালনা অব্যাহত রয়েছে। পণ্যের মূল্য তালিকা না থাকায় ও মেয়াদ উত্তীর্ণ পণ্য সংরক্ষণ করায় শুক্রবার ভ্রাম্যমান আদালত এক ব্যবসায়ীকে জরিমানা করেছে। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইকতেখারুল ইসলাম।
জানা গেছে,চলমান করোনা ভাইরাস মোকাবেলায় নিয়মিত বাজার মনিটরিংয়ে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ভোক্তা অধিকার সংরক্ষন মূল্য তালিকা না থাকায় ও মেয়াদ উর্ত্তীন্য পন্য সংরক্ষন করার অপরাধে উপজেলার গুনাইগাছায় হাসান ষ্ট্রোরের মালিক কলিম উদ্দিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় পৌর নিরাপদ খাদ্য পরিদর্শক আবুল কালাম আজাদ,থানার এ এস আই কফিল উদ্দিন উপস্থিত ছিলেন।