করোনাকে জয় করে কাজে যোগ দিয়েছেন পাবনার সুজানগরে আহম্মদপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামের সোহরাব হোসেন খন্দকারের ছেলে গার্মেন্টস কর্মী জাহাঙ্গীর হোসেন (৩৫)। উপজেলায় প্রথম করোনায় আক্রান্ত ওই জাহাঙ্গীর হোসেন দীর্ঘ ১৮দিন ঢাকার কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসা শেষে গত শুক্রবার সুস্থতার ছাড়পত্র নিয়ে শনিবার তার কর্মস্থল নারায়নগঞ্জের একটি গার্মেন্টস প্রতিষ্ঠানে যোগদান করেন বলে আহম্মদপুর ইউপি চেয়ারম্যান কামাল হোসেন জানান।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, ওই জাহাঙ্গীর নারায়নগঞ্জের একটি গার্মেন্টস’এ কর্মরত থাকাকালে করোনায় আক্রান্ত হয়ে গত ১৬দিন আগে নিজ বাড়িতে আসে। বিষয়টি জানাজানি হলে স্থানীয় প্রশাসন পরের দিন তাকে চিকিৎসার জন্য ঢাকার কুর্মিটোলা হাসপাতালে পাঠায় এবং তার পরিবারের ৫সদস্যর নমুনা সংগ্রহ শেষে হোম কোয়ারেন্টাইনে রাখেন। ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে সুস্থ হয়ে যায়। সেই সঙ্গে তার পরিবারের সদস্যদের নমুনা পরীক্ষায়ও করোনা নেগেটিভ আসে বলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার শরীফুল ইসলাম জানান।