প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ ও গৃহহীনদের আবাসন নিশ্চিত করতে যাদের জমি আছে ঘর নাই এরকম অসহায় দরিদ্র পরিবারের জন্য দুর্যোগ সহনশীল ৩৬ টি বাড়ি নির্মাণ কাজের ৩৪ টি পরিবার তাদের ঘর পেয়ে বেজায় খুশি হয়েছে। আর ২ টি ঘরের কাজ চলমান রয়েছে। খুব তাড়াতাড়ি তা শেষ করে পরিবারের নিকট হস্তান্তর করা হবে। এদিকে নির্মাণ কাজ ঠিক মতো সম্পন্ন করায় এমন উদ্যোগে খুশি গৃহহীন অসহায় পরিবারগুলো। ২০৪১ সালের মধ্যে প্রতিটি মানুষের জন্য থাকবে নিরাপদ আবাসন, সরকারের এমন উদ্যোগের ধারবাহিকতায় উপকুলীয় খুলনার কয়রা উপজেলায় ৩৬ টি অসহায় গৃহহীন পরিবারকে দুর্যোগ সহনশীল ঘর নির্মাণ করে দেওয়া হয়েছে। দুই কক্ষ বিশিষ্ট আধাপাকা ঘরে পাশাপাশি রয়েছে রান্নাঘর ও টয়লেট।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সুত্রে জানা গেছে,ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অধীনে প্রতিটি ঘরের জন্য সরকারের ব্যয় হয়েছে ২ লাখ ৯৯ হাজার ৮৬০ টাকা। প্রকৃত গৃহহীন ও অসহায় পরিবারই এসব ঘরের বরাদ্দ পেয়েছেন বলে জানালেন সংশ্লিষ্টরা। এই প্রকল্পের জন্য উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধি ও স্থানীয় সরকার বিভাগের সমন্বয়ে প্রকল্প বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা হয়েছে। কয়রা উপজেলার ৩নং কয়রা গ্রামের ঘর পাওয়া নজরুল ইসলাম বলেন, প্রত্যোক ঘরের জন্য ২০ বাই ১০ ফুট করে দুটি রুম, প্রত্যেক রুমে রয়েছে ১০ ফুট বাই ১০ ফুট, সামনে বারান্দা রয়েছে ১০ ফুট বাই ৫ ফুট চওড়া,পিছনে বারান্দা রয়েছে, পাকা ঘর ৬ ফুট বাই ৭ ফুট, টয়লেট বানানো হয়েছে ৬ ফুট বাই ৬ ফুট,তাতে রয়েছে সিরামিক প্যান,এস এস এর দরজা ও জানালা, রয়েছে নজর কাড়া রঙ্গিন আবুল খায়েরের ঢেউটিন, ফ্লোর পাকা করার পাশপাশি ওয়ালে সাদা রং করা হয়েছে দৃশ্যমান। কাজের মান নিয়ে ঘর পাওয়া সকলেই বেজায় খুশি।
আমাদী ইউনিয়নের আবুল কালাম আজাদ বলেন,সংশ্লিষ্ঠ ইউপি সদস্যকে প্রকল্পের সভাপতি করে স্থানীয় রাজ মিস্ত্রীদের দ্বারা ঘরের কাজ করা হয়েছে। তবে নিয়ম মাফিক কাজ করায় আমরা খুশি। উত্তর বেদকাশি ইউনিয়নের গৃহিহীন ঘর পাওয়া জরিনা খাতুন বলেন, পাকা ঘর পেয়ে মাথা গোজার ঠাই পেয়েছি। নিজেরা দেখে শুনে ঘরের কাজ বুঝি নিয়ে প্রকল্প মাফিক কাজ করায় কাজের মন ভাল হয়েছে বলে তিনি হাসি মুখে প্রতিবেদককে জানান। ইউপি সদস্য বিশ্বজিৎ সিনহা বলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের মনিটরিংয়ের মাধ্যমে ঘর নির্মান কাজ সম্পন্ন হয়েছে। উত্তর বেদকাশি ইউপি চেয়ারম্যান আলহাজ্ব সরদার নুরুল ইসলাম বলেন, আমরা সার্বিক তদারকির মাধ্যমে ঘরগুলোর নির্মান কাজ করে নিয়েছে। তবে এই প্রকল্পের কাজের মান খুবই ভাল। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো জাফর রনা বলেন,কয়রায় ৩৬ টি ঘরের মধ্যে ৩৪ টি ঘরের নির্মান কাজ শেষ হয়েছে সে গুলো স্ব স্ব পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। বাকি দুটি ঘরের কাজ চলমান রয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা শিমুল কুমার সাহা বলেন,প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ হওয়ায় গুরুত্ব দিয়ে ঘরের নির্মাণকাজ শেষ করা হয়েছে। নদী বেষ্টিত এ জনপদের ৩৬ পরিবার ঘর পেয়ে তারা সকলেই বেশ খুশি বলে তিনি মন্তব্য করেন।