সাতক্ষীরার কলারোয়ায় সিআইজি মৎস্য চাষীদের মাঝে ২০১৯-২০ অর্থবছরে জাতীয় কৃষি প্রযুক্তি-২ এর আওতায় বিনামূল্যে মৎস্য উপকরণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে উপজেলা মৎস্য অফিসের আয়োজনে মৎস্য অফিসের সামনে ওই উপকরণ বিতরণ করা হয়। সাতক্ষীরা জেলা মৎস্য কর্মকর্তা মশিউর রহমান প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এগুলো বিতরণ করেন। এসময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,কলারোয়া উপজেলা মৎস্য কর্মকর্তা রবীন্দ্রনাথ মন্ডল, সহকারী মৎস্য কর্মকর্তা শরিফুল ইসলাম, ক্ষেত্র সহকারী হারুনর রশিদ, মনিরুজ্জামান প্রমুখ। উল্লেখ্য-কলারোয়া উপজেলা মৎস্য চাষী সমিতির মধ্যে ১২টি ইউনিয়নের ২৪ জন চাষীর হাতে ২ শত কেজি মাছের খাদ্য, ৪৫ কেজি মাছের পোনা ও একটি সাইন বোর্ড তুলে দেয়া হয়। প্রধান অতিথির স্বাগত বক্তব্যে জেলা মৎস্য কর্মকর্তা মশিউর রহমান বলেন,সাতক্ষীরা জেলার মধ্যে কলারোয়া উপজেলার মৎস্য চাষীদের আলাদা সুনাম রয়েছে। তাই সেই ঐতিহ্য ধরে রেখে চলতি মৌসুমে লক্ষ্যমাত্রার চেয়ে বেশী মাছ উৎপাদন করে দেশের উন্নয়নে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে হবে।