তানোরে করোনায় মানবতার দুত হয়ে মানুষের পার্শ্বে রয়েছেন সাংবাদিক রায়হান। কখনো ত্রান হাতে ঘরে থাকা কর্মহীন দরিদ্র মানুষের উঠানে গিয়ে হাজির হচ্ছেন আবার কখনো মাস্ক হাতে রাস্তায় দাঁড়িয়ে থাকছেন আর লক্ষ্য রেখে মাস্ক ছাড়ায় বের হওয়া ব্যাক্তিদের মাষ্ক পরিয়ে দিচ্ছেন। আবার কখনো দেখা যাচ্ছে বিভিন্ন হাট-বাজার ও বিভিন্ন রাস্তার মোড়ের দোকানে করোনা প্রতিরোধে সচেতনতা মুলক লিফলেট বিতরন করছেন আবার কখনো প্রচার মাইকে শোনা যাচ্ছে তার কন্ঠে করোনার বিষয়ে বিভিন্ন সচেতন মুলক কথা বলতে। সেই সাথে সামাজিক দুরত্ব বজায় রেখে কেনা কাটা করার জন্য নিত ্যপ্রয়োজনীয় দোকানের সামনে গোল বৃত্ত অঙ্কন তৈরি করা। করোনার প্রভাব শুরুর পর থেকেই সাংবাদিক রায়হান আলী এভাবেই করোনা মোকাবেলায় সাধারন মানুষের পার্শ্বে রয়েছেন। এই ভাবে কয়েকশ’ পরিবারকে তিনি খাদ্যসামগ্রী চাল, ডাল আটা তেলসহ সবজি নিয়ে বাড়ি বাড়ি পৌর দিয়েছেন। মুন্ডুমালা পৌর এলাকার হাসনা পাড়া চৌরখৈর গ্রামের বাসিন্দা সাংবাদিক রায়হান দীর্ঘদিন থেকে সাংবাদিকতার পাশাপাশি কয়েকটি মানবাধীকার সংগঠনের সাথে নিজেকে সম্পৃক্ত রেখে বেশ ককেটি সেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে বিভিন্ন সচেতনতামুলক কর্মকাণ্ড করে যাচ্ছেন তিনি। সাংবাদিক রায়হান আলীর বিভিন্ন সচেতনতা মুলক কর্মকাণ্ডের কারণে বিভিন্ন শ্রেনী পেশার মানুষের কাছে তিনি নিজগুনেই জনপ্রিয়তা ব্যাক্তি হিসেবে নিজের স্থান করে নিয়েছেন। তানোর উপজেলার মুন্ডুমালা পৌর এলাকা ছাড়াও তানোর উপজেলার বিভিন্ন এলাকা বিভিন্ন সচেতনতা মুলক কর্মকান্ডের কারণে তাকে সবাই সাংবাদিক এবং একজন সংগঠক হিসেবেই চেনেন। এলাকাবাসী জানান, করোনার এই দুর্যোগে সাংবাদিক রায়াহান, যে ভাবে সাধারন মানুষের পার্শ্বে রয়েছেন তা প্রসংশার দাবি রাখে। মুন্ডুমালা পৌর এলাকার বিভিন্ন শ্রেনী পেশার মানুষ বলছেন, সাংবাদিক রায়হান করোনার এই দুর্যোগে মুন্ডমালা পৌর এলাকায় প্রসংশরীয় নানা মুখী কর্মকাণ্ড করেছেন। এ ব্যাপারে জানতে চাইলে সাংবাদিক রায়হান বলেন, দেশের এই দুর্যোগ মুহুর্তে সাধারন মানুষের পার্শ্বে দাড়ানো একটি দায়িত্ব। আর আমি সেই কাজটাই করার চেষ্টা করেছি মাত্র।