আশাশুনি উপজেলার কাদাকাটি হলদেপোতা টু হরিহরনগর রাস্তার পাশের মাটি কেটে গাছ বিনষ্টের অভিযোগ স্থান পরিদর্শন করেছেন ইউএলও দরগাহপুর।
সড়কটির পাশের ঘের মালিকরা সড়কের মাটি কেটে জমি ঘেরের মধ্যে ঢুকিয়ে নিয়েছেন। মাটি কাঁটার ফলে সড়ক বিনষ্ট হচ্ছে এবং সড়কের পাশে থাকা বহু বড় বড় গাছ ঘেরের মধ্যে পড়ে যাচ্ছে এবং সকল গাছ পড়ে যাওয়ার উপক্রম হচ্ছে। কোন কোন স্থানে গাছ ও গাছের বড় বড় ডাল কেটে আত্মসাৎ করা হয়েছে। এ ব্যাপারে পত্রপত্রিকায় খবর প্রকাশিত হওয়ার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা বিষয়টি আমলে নিয়ে অভিযোগ সরেজমিন পরিদর্শনের জন্য দরগাহপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা শ্যামল অধিকারীকে দায়িত্ব অর্পন করেন। ইউএলও শ্যামল অধিকারী ঘটনাস্থান পরিদর্শন করেছেন। পরিদর্শন শেষে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে তিনি বলেন, নির্বিচারে গাছগুলোর ডালপালা কাটা হয়েছে এবং গাছের তলদেশ থেকে মাটি কেটে উপরে উঠিয়ে রেখেছে। এ ব্যাপারে আমি ইউএনও স্যারকে অবহিত করেছি।