আশাশুনিতে মোবাইল কোর্ট পরিচালনা করে ৩ পাজা মালিককে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলার দরগাহপুর ইউনিয়নে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এস এম মোস্তফা কামাল মহোদয়ের নির্দেশনা মোতাবেক সহকারী কমিশনার (ভূমি) বিজ্ঞ নির্বাহি ম্যাজিস্ট্রেট শাহিনা সুলতানা দরগাহপুর ইউনিয়নের খরিয়াটি গ্রামে মোবাইল কোর্ট পরিচালনা করেন। এ সময় অবৈধভাবে পাজায় ইট পোড়ানোর লক্ষ্যে পূর্ব প্রস্তুতি গ্রহণ করার অপরাধে খরিয়াটি গ্রামের আঃ ছাত্তারের পুত্র শরিফুল ইসলামকে ১৫০০ টাকা, মৃত ছফুর গাজীর পুত্র শাহিন গাজীকে ২০০০ টাকা ও মুন্সী ফকির খার পুত্র একোব্বার আলিকে ২০০০ টাকা জরিমানা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনাকালে সেনাবাহিনী সদস্য, পুলিশ ও স্থানীয় ইউনিয়ন ভুমি সহকারী কর্মকর্তা শ্যামল অধিকারী উপস্থিত ছিলেন।