বৃহস্পতিবার (৭ মে) যবিপ্রবিতে তিন জেলার ৫৮ জনের নমুনা পরীক্ষা করে ১৪ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শুক্রবার (৮ মে) সকালে যবিপ্রবি থেকে এ ফলাফল প্রকাশ করা হয়। এ নিয়ে যবিপ্রবির জিনোম সেন্টারে ১৫ দিনে ১৫১ জন করোনা রোগী শনাক্ত হলো।
যবিপ্রবি জিনোম সেন্টারের সহযোগী পরিচালক ও অনুজীব বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. ইকবাল কবীর জাহিদ জানান, বৃহস্পতিবার এই ল্যাবে ৫৮টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে যশোর জেলার ১৪ জনের নমুনার মধ্যে ৩ জন, মাগুরার ১৬ জনের নমুনার মধ্যে ৩ জন এবং চুয়াডাঙ্গার ২৮ জনের নমুনার মধ্যে ৮ জন নতুন করোনা রোগী সনাক্ত হন।
যবিপ্রবি’র ল্যাবে পরীক্ষার জন্য বৃহস্পতিবার চার জেলার মোট ১০৭টি নমুনা এসেছিল। এর মধ্যে ঝিনাইদহের কোনো নমুনার পরীক্ষা সম্পন্ন হয়নি।
এর আগে যবিপ্রবি’র ল্যাবে বুধবার ১৪তম দিনে তিন জেলার ৯ জনের নমুনা পরীক্ষা করে ১ জন করোনা রোগী শনাক্ত হয়।
সবমিলিয়ে যবিপ্রবির জিনোম সেন্টারে ১৫ দিনে ১৫১ জন করোনা রোগী শনাক্ত হলো। এর মধ্যে যশোরের ৭০ জন, ঝিনাইদহে ৩৬ জন, চুয়াডাঙ্গার ২০ জন, নড়াইলে ১২ জন, কুষ্টিয়ায় ৪ জন, মাগুরার ৬ জন ও মেহেরপুরে ৩ জন রোগী শনাক্ত হয়েছে। যবিপ্রবিতে এই সাত জেলার মানুষের নমুনা পরীক্ষা হচ্ছে।