ভাণ্ডারিয়া উপজেলার গৌরিপুর ইউনিয়নের মধ্য পৈকখালী গ্রামের অসহায় কর্মহীন ও দুস্থ ১৫০ পরিবারের পাশে দাড়িয়েছে সমাজ সেবক ও ব্যবসায়ী বাংলাদেশ চেম্বার অব ইন্ডাষ্ট্রিজ (বিসিআই) এর পরিচালক জিয়া হায়দার মিঠুর প্রতিষ্ঠিত বে-সরকারি সামাজিক উন্নয়ন সংস্থা “মজিদ ফাউন্ডেশন”। শুক্রবার সকালে মজিদ ফাউন্ডেশন ভবন প্রাঙ্গনে বিনা মূল্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। ফাউন্ডেশনের পক্ষে উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কশিশনের ভাণ্ডারিয়া আঞ্চলিক সভাপতি ও সাংবাদিক মোঃ ছগির হোসেন, মানবাধিকার কর্মী মোঃ কবির হোসেন হাওলাদার, সমাজ সেবক মোঃ আবিরুল আলম শিপলু, ইঞ্জিনিয়ার শামিম আকন, মোঃ ফকরুল হাসান মিঠু, রাজিব আকন, মাওলানা মাহবুবুর রহমান প্রমূখ।