সিলভার জুবিলী ২০২০, এইচ এসসি ৯৫ ব্যাচের উদ্যোগে করোনা দুর্যোগে অসহায় মানুষের মাঝে খাদ্য উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে মুন্সীগঞ্জের শ্রীনগরের কোলাপাড়ায় এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এর আগে টংগিবাড়ী উপজেলাতেও তারা খাদ্য সামগ্রী বিতরণ করে।
জানা গেছে, মুন্সীগঞ্জের ৫০টি পরিবারের মাঝে খাদ্য উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। এই কার্যক্রম চলছে এবং সামনের দিন গুলোতে সারাদেশব্যাপী চালানো হবে।
এসময় উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারি রেজিস্ট্রার জায়েদুল ইসলাম বিপ্লব, ব্যবসায়ী ও সমাজকর্মী সালামত উল্লাহ রহমত, সাব্বির হোসেন ও চ্যানেল টুয়েন্টিফোরের আউটপুট এডিটর হাসান ইমাম রুবেল প্রমুখ।