দেবহাটায় প্রথম করোনা আক্রান্ত ব্যক্তিসহ লকডাউনকৃত ১০ টি পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেছেন জেলা পরিষদ সদস্য সমাজসেবক আলহাজ্ব আলফেরদাউস আলফা। এ ছাড়া ঐ করোনা সনাক্ত ব্যক্তি এবং প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে সাথে থাকা ব্যক্তিদের মাঝেও খাবার বিতরন করেন জেলা পরিষদ সদস্য আল ফেরদাউস আলফা। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪ টার দিকে তিনি এই খাদ্য সামগ্রীগুলো বিতরন করেন। এ সময় উপস্থিত জেলা পরিষদ সদস্য আল ফেরদাউস আলফার সাথে সদর ইউপি চেয়ারম্যান আবু বকর গাজী, দেবহাটা প্রেসক্লাবের সাধারন সম্পাদক আর.কে.বাপ্পা, ইউপি সদস্য আরমান হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী আজহারুল ইসলাম উপস্থিত ছিলেন। জেলা পরিষদ সদস্য আলফার পক্ষ থেকে কোয়ারেন্টাইনে থাকা আক্রান্ত রোগীকে উন্নত মশারি, পানির ফ্লাক্স, ফল ও বিভিন্ন খাবার সামগ্রী প্রদান করা হয়। একই সাথে কোয়ারেন্টাইনে থাকা বাকি ২৩ জনের মাঝে আট দিনের খাবার ও ইফতারি সামগ্রী প্রদান করা হয়। এ ছাড়া লকডাউন ঘোষণা করা ১০ পরিবারের মাঝে চাউল, আলু, ডাল ও সবজিসহ ১০ দিনের খাবার এবং আশেপাশের আরও ৩৩ টি পরিবারকে ৫ কেজি চাউল ও খাদ্য সামগ্রী প্রদান করা হয়। উল্লেখ্য, করোনা সনাক্ত রেজাউলসহ ২৪ জন গত ১লা মে বাড়িতে আসলে স্থানীয় ইউপি সদস্য আরমান হোসেনের হস্তক্ষেপে দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীন তাদেরকে সখিপুর খান বাহাদুর আহছানউল্লাহ কলেজে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠিয়ে দেন। তাদের মধ্যে ১০ জনের নমুনা ৩ মে পরীক্ষার জন্য খুলনা পিসিআর ল্যাবে পাঠানো হয়। সেখান থেকে ৫ মে মঙ্গলবার সন্ধ্যায় রেজাউলের রিপোর্ট পজেটিভ হয়েছে বলে নিশ্চিত করেন সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল কর্মকর্তা ডাঃ জয়ন্ত সরকার। যার কারণে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীন ও দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহা করোনা সনাক্ত ব্যক্তির বাড়িসহ আশেপাশের বাড়ি এবং সনাক্ত ব্যক্তির স্ত্রী লাল বানু বকুল নামে সাবেক মহিলা সদস্যের বাড়িতে কাজ করতো ঐ বাড়িটাও লকডাউন ঘোষনা করেন।