জামালপুরের ইসলামপুরে কৃষি যন্ত্রপাতিতে সরকারি ভর্তুকি আওতায় এসিআই কম্বাইন হারভেস্টার মেশিনে কৃষকদের ধানকাটা-মাড়াই শুভ উদ্বোধন করেছেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ¦ ফরিদুল হক খান দুলাল।
গত বৃহস্প্রতিবার (৭ মে) শহরের দরিয়াবাদে কৃষি অফিস থেকে ময়দান আলীর প্রাপ্ত ধানকাটা মেশিন দিয়ে কৃষক আবু বক্করের ধান কেটে শুভ উদ্বোধন করেন। এ সময়,উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মিজানুর রহমান, কৃষকলীগ সভাপতি তাছির উদ্দিন,কাউন্সিলর মোহন মিয়া প্রমূখ উপস্থিত ছিলেন।
উল্লেখ যে, এ উপজেলায় কৃষি যন্ত্রপাতিতে উন্নয়ন সহায়তা প্রদান কার্যক্রমের সরকারি প্রায় ৫০% ভর্তুকি আওতায় প্রাপ্ত ৫টি ধান কাটা কম্বাইন হারভেস্টার মেশিন এ উপজেলায় কৃষকদের দেওয়া হয়েছে। প্রতিটি মেশিনের ক্রয় মুল্য ২৯লক্ষ ৫০০টাকা। তারমধ্যে ১৪লক্ষ টাকা ভর্তৃকি দিয়েছে সরকার। ৪লক্ষ টাকা নগদ আর বাকী টাকায় যন্ত্রের মালিক কৃষক কিস্তিতে দিয়ে পরিশোধ করবেন কৃষক। কৃষি অফিস সূত্রে জানা যায়, এই ধান কাটা কম্বাইন হারভেস্টার মেশিন দিয়ে কৃষকরা শ্রম মূল্যের চেয়ে অনেক কম খরচে তাদের ধান কাটা-মাড়াই করতে পারবে।