করোনাভাইরাস মোকাবেলায় লকডাউনের কারণে কর্মহীন হয়ে পড়া বিভিন্ন পেশার শ্রমজীবী পরিবারের মাঝে জামালপুর জেলা পরিষদের খাদ্য সহায়তা অব্যাহত রয়েছে।
গত বৃহস্পতিবার দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রান সহায়তার উপহার হিসেবে ও স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলাল উদ্দীনের আহমেদ এর মাধ্যমে প্রাপ্ত থোক বরাদ্দ থেকে ১ হাজার ৩শ ৬৩ টি পরিবারের মাঝে জেলা পরিষদ এর কার্যালয় থেকে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরী। এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন প্রধান নর্িাহী কর্মকর্তা খন্দকার মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ ও জেলা পরিষদ সদস্য নাঈম রহমান, নজরুল ইসলাম, মজনু মন্ডল সহ আরো অনেকে।
খাদ্য সামগ্রী বিতরণ কালে জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরী বলেন, করোনা ভাইরাস মোকাবেলায় চলমান লকডাউনের কারণে জামালপুরে নিম্নআয়ের বিভিন্ন পেশার শ্রমিক,পাদুকা ব্যবসায়ী,ওয়েলডিং কর্মচারী, হাকার, হিজড়া, কুলি শ্রমিক ও তাদের পরিবারে খাদ্য সংঙ্কট দূর করার জন্যই জেলা পরিষদ তাদের পাশে দাঁড়িয়েছে এবং এই খাদ্য সহায়তা অব্যাহত থাকবে। জামালপুর জেলা পরিষদের পক্ষ থেকে বিভিন্ন পেশার শ্রমিক রয়েছে তাদের পর্যায়ক্রমে এ খাদ্য সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন।
এ বিষয়ে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খন্দকার মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ প্রধানমন্ত্রীর শেখ হাসিনার উপহার সরূপ জেলা পরিষদের ২০ টি ওয়ার্ডে মানুষের মাঝে জেলা পরিষদের নিজস্ব তহবিল থেকে ১০ লক্ষ টাকা ও ১০ হাজার লিফলেট এবং ১০ হাজার মাক্স বিতরন করা হয়েছে। সরকারের পাশাপাশি কর্মহীন মানুষের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবানদের প্রতি আহবান জানান তিনি। ত্রান হিসেবে চাল, ডাল ও আধা লিটার করে সামাজিক দুরত্ব বজায় রেখেতেল বিতরণ করা হয়।