জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সীমাবর্তী গারো পাহাড়ে বুনো হাতির পায়ের তলায় পিষ্ঠ হয়ে আব্দুল মান্নান(৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহত মান্নান বালিঝুড়ি পলাশতলা গ্রামের নাদের হোসেনের ছেলে। গতকাল বৃহস্পতিবার (৭ মে) সকালে পুলিশ নিহত মান্নানের লাশ উদ্ধার করেছে।
পুলিশ জানায় রাতে ভারতীয় সীমান্ত দিয়ে একদল বুনোহাতির পাল সীমানা অতিক্রম করে বাংলাদেশের বকশীগঞ্জ উপজেলার সাতানিপাড়ার গারো পাহাড়ে প্রবেশ করে কৃষকের ক্ষেতের পাকা ধান ও অন্যান্য ফসল খাওয়া শুরু করে। এ খবর পেয়ে নিহত কৃষক আব্দুল মানান অন্যান্য কৃষকের সাথে দলবেঁধে হাতি তাড়াতে যায়। এক পর্যায়ে বুনোহাতির পাল লোকজনকে দেখে ধাওয়া করে। এ সময় হাতির ধাওয়া খেয়ে অন্যান্য কৃষক পালতে পরলেও নিহত কৃষক মান্নান পালাতে পারেনি। ফলে হাতির পায়ের তলায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় মান্নান।
এবিষয়ে বকশীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম সম্রাট ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন গত বৃহস্পতিবার সকালে নিহত মান্নানের লাশ উদ্ধার করা হয়েছে।