জয়পুরহাটের কালাই উপজেলায় নতুন করে আরও ২জনের করোনা ভাইরাস সনাক্ত হয়েছে। এ নিয়ে এ কালাই উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে মোট ২৬জনে। গতকাল বুধবার রাতে আইইডিসিআর ও শজিমেক থেকে ১৮১ জনের পরীক্ষার রিপোর্ট পাওয়া যায়। তার মধ্যে চারজনের রিপোর্ট পজেটিভ এসেছে। তাঁরা সবাই হোম কোয়ারেন্টিনে ছিলেন। এদের মধ্যে কালাই পৌরসভার মহল্লার ২জনের করোনা ভাইরাস সনাক্ত হয়েছে বলে নিশ্চিত করেন উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা।
এই বিষয়ে কালাই উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু তাহের মো. তানভীর হোসেন বলেন, গতকাল বুধবার রাতে মোট ১৮১টি নমুনার ফল এসেছে। এর মধ্যে রোগতত্ত্ব ও রোগনির্ণয় গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) ১৫৭টি এবং বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের ২৪টি। ১৮১টি নমুনার মধ্যে চারজনের নমুনার ফল পজিটিভ পাওয়া গেছে। এদের মধ্যে কালাই পৌরসভার আকন্দপাড়া ও কাজীপাড়া মহল্লার ২জনের করোনা ভাইরাস সনাক্ত হয়েছে। তারা হলেন কালাই উপজেলার স্বাস্থ্য-কমপ্লেক্সের একজন নারী কম্পাউন্ডার এবং আরেকজন পূর্বে শনাক্ত একই হাসপাতালের নাইট-গার্ডের মা। আক্রান্তদের গতকাল রাতেই আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির আইসোলেশনে রাখা হয়েছে।