করোনা ভাইরাসের কারণে জয়পুরহাটের কালাই উপজেলার সংগ্রামী ভিক্ষুকরা খুব অসহায় হয়ে পড়েন। এই অবস্থায় ঘরে থাকা অসহায় হয়ে পড়া উপজেলার সংগ্রামী ভিক্ষুক সদস্যেদের মাঝে চাল, ডাল, আলু, তেল, পেঁয়াজ, লবন, সাবান এবং অর্থ বিতরণ করা হয়েছে। এসব খাদ্যসামগ্রী ও নগদ অর্থ হাতে পেয়ে খুব খুশি ঐসব অসহায় হয়ে পড়া সংগ্রামী ভিক্ষকরা।
গ্রামীণ ব্যাংক আহম্মেদাবাদ কালাই শাখার পক্ষ থেকে বৃহস্পতিবার দুপুরে উপজেলার গ্রামীণ ব্যাংক আহম্মেদাবাদ কালাই শাখার চত্বরে সামাজিক দূরত্ব মেনে ওই খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণের মূখ্য ভূমিকা পালন করেন গ্রামীণ ব্যাংক আহম্মেদাবাদ কালাই শাখার ব্যবস্থাপক মো. আব্দুল মালেক।
এসময় গ্রামীণ ব্যাংক আহম্মেদাবাদ কালাই শাখার সেকেন্ড অফিসার মো. মহশীর আহম্মেদ, আলমপুর গ্রামীণ ব্যাংক শাখার ব্যবস্থাপক মো. রফিকুল ইসলামসহ কালাই উপজেলার গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখার কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।