কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার কিশোরী নগর গ্রামের মৃত আবেদন বিশ্বাসের পুত্র হাজী আমান বিশ্বাস (৬০) বৃহস্পতিবার বেলা ১১টায় দিকে তার নিজ বাড়ীর স্যালো মেশিনের মটর তারে বিদ্যু স্পৃষ্ট হয়ে মারা যায়। অপর দিকে বুধবার সন্ধার উপজেলা রিফাইত পুরের হরিণ গাছী গ্রামের মেহের বক্সের পুত্র শামীম (২৮) প্রতি পক্ষের ধারাল অস্ত্রের কোপে নিহত হয়েছে পুলিশ জানায় হরিণগাছী মালিথা পাড়া গ্রামে একটি কাঁচা রাস্ত নির্মান কে কেন্দ্র করে বুধবার বিকেল মালিথা গ্রুপের মধ্যে সংঘষে ধারাল অস্ত্রের কোপে শামীম নিহত হয়। এ সময় প্রতি পক্ষের ৫জন গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছে। এ ব্যপারে থানায় মামলা দায়ের করা হয়েছে।