পাবনার সুজানগরে প্রাণঘাতি করোনা প্রতিরোধে ৩কিঃ সড়ক ও ৩‘শ বাড়িতে জীবাণুনাশক ওষুধ প্রয়োগ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার পাবনা-২আসনের সাবেক এমপি একেএম সেলিম রেজা হাবিবের সহযোগিতায় এবং স্থানীয় যুবসমাজের উদ্যোগে উপজেলার গাবগাছি থেকে মানিকহাট ভায়া রাইপুর পর্যন্ত ৩কিঃ সড়ক এবং ওই এলাকার ৩‘শ বাড়িতে ওই ওষুধ প্রয়োগ করা হয়। এছাড়া এ সময় করোনা বিষয়ক সচেতনতামূলক প্রচারপত্রও বিলি করা হয়। উক্ত যুবসমাজের নেতা মজিবর রহমান খান বলেন সাবেক এমপি সেলিম রেজা হাবিবের নেতৃত্বে আমরা ওই কর্মসূচী গ্রহণ করেছি এবং সামনে এ জাতীয় কর্মসূচী উপজেলা ব্যাপি গ্রহণ করা হবে।