জামালপুর জেলার ইসলামপুর উপজেলায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয় ১৭৫ টি, এবতেদায়ী মাদ্রসা ২০ টি এবং ১টি শিশু কল্যাণ টাষ্ট্রসহ মোট ১৯৬টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এসব প্রতিষ্ঠানে করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে পর্যায় ক্রমে শিক্ষার্থদের মাঝে উচ্চ ক্ষমতা সম্পন্ন বিস্কুট বিতরণের কাজ শুরু করা হয়েছে।
জানাযায় প্রাণঘাতি করোনা রোধে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সরকারী নির্দেশনায় শিক্ষা প্রতিষ্ঠান দীর্ঘ দিন বন্ধ রয়েছে। তাই এ উপজেলায় মোট ১৯৬টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৪২হাজার ৪৯১জন শিক্ষার্থী দীর্ঘদিন যাবত স্কুল ফিডিং কর্মসূচীর আওতায় বিস্কুট থেকে বঞ্চি হয়ে আসছে। তাই এসব শিক্ষার্থীর স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদের বাড়ি-বাড়ি উপস্থিত হয়ে জনপ্রতি ৪২ প্যাকেট করে উচ্চ ক্ষমতা সম্পন্ন বিস্কুট বিতরণের কাজ শুরু করা হয়েছে। এতে করে প্রায় ১৭ লাখ ৮৪ হাজার ৬২২ প্যাকেট অথাৎ ১৩৪ মেক্ট্রিক টন উচ্চ ক্ষমতা সম্পন্ন বিস্কুট পর্যায় ক্রমে বিতরণ করা হচ্ছে।
গত বুধবার ( ৬ মে) স্কুল ফিডিং কর্মসূচীর আওতায় দারিদ্র পীড়িত উপজেলা পূর্ব পলবান্ধা বেপারী পাড়া, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়ে বিস্কুট বিতরণের কার্যক্রম শুরু করা হয়েছে। উন্নয়ন সংঘের মনিটরিং ও রিপোটিং অফিসার তাহেরুল ইসলাম জানান, শিক্ষার্থীদের তালিকা অনুযায়ী বিতরনীর কাজ প্রতিদিন অব্যাহত থাকবে। বিস্কুট বিতরণী কাজে অন্যান্যদের মধ্যে উপস্থিথ ছিলেন উন্নয়ন সংঘ এর ফিল্ড মনিটরিং মেহেরুন নাহার ও হাফিজ লিটন।