মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার কয়েকটি গ্রামের নি¤œআয়ের তিন'শ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন এলজিইডির প্রকল্প পরিচালক ও বিশিষ্ট সমাজসেবক প্রকৌশলী মামুনুর রশিদ।
আজ ( বুধবার) উপজেলাটির ভবেরচর, আলীপুরা ও হোগলাকান্দি এলাকায় সামাজিক দূরত্ব নিশ্চিত করে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল ও আলু।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় প্রকৌশলী মামুনুর রশিদ জানান, এর আগেও কয়েকদফায় উপজেলার বিভিন্ন এলাকায় খাদ্য বিতরণ করেছেন তিনি যা আগামীতেও অব্যাহত থাকবে। তিনি জানান, সামর্থ্যবান প্রত্যেকের চলমান করোনা দুর্যোগে গরীব দুঃস্থদের পাশে দাঁড়ানো উচিত।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ভবেরচর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা লোকমান হোসেন সরকার, সুমন মিয়া, গজারিয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আহমেদ রুবেল প্রমূখ।