৪ মে সোমবার সন্ধ্যারাতে শহরের বকচর হুশতলার এক বাড়িতে চিহ্নিত সন্ত্রাসীরা হামলা চালিয়ে ধারালো চাকু দিয়ে আঘাত করে নগদ টাকা স্বর্ণালংকর ছিনিয়ে ভাংচুর করেছে। এ ঘটনায় কোতয়ালি মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ হামলা সাথে জড়িত প্রধান আসামীসহ ২ দুইজনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে ৭ দিনের রিমান্ডের আবেদন জানিয়েছেন।
আসামীরা হচ্ছে, যশোর শহরের বকচর হুশতলার মৃত কুটি মিয়ার ছেলে ইকবাল হোসেন,শাহীন কবির শাহীন,রেজাউলের ছেলে অনিক,মৃত মোকছেদ আলীর ছেলে নয়ন, ইমদাদুল শেখের ছেলে এতেশামুল,আনছার আলীর ছেলে আরমান,মৃত আলাউদ্দিনের ছেলে ইমাদুল মৃত কুটি মিয়ার ছেলে এনামুলসহ অজ্ঞাতনামা ১৫/২০জন। পুলিশ প্রধান আসামি ইকবাল হোসেন ও তার সহোদর এনামুলকে গ্রেফতার পূর্বক বুধবার আদালতে সোপর্দ করে ৭ দিনের রিমান্ডের আবেদন জানিয়েছেন।
শহরের বকচর হুশতলার মৃত নুরুল ইসলামের ছেলে হাজী নজরুল ইসলাম পাটোয়ারী বাদি হয়ে মঙ্গলবার দুপুরে কোতয়ালি মডেল থানায় উল্লিখিত আসামীদের নাম উল্লেখ করে এজাহার দায়ের করেন। তিনি এজাহারে উল্লেখ করেন, তার ভাই সোহেল রানা লাভলু রিকশার ব্যবসা করেন। তার অপর ভাই সাইফুল ইসলাম জমি কেনা বেচার ব্যবসা করেন। কিছুদিন পূর্বে আসামি নয়ন সাইফুল ইসলামে মারপিট করে তার কাছ থেকে টাকা মোবাইল কেড়ে নেয়। এ ঘটনায় ভাই সোহেল রানা লাভলু ,মিন্টু গাজী প্রতিবাদ করে। ৪ মে বিকেল সোয়া ৫ টায় নজরুল ইসলাম পাটোয়ারীর এক ভাই মিন্টু গাজী বকচর চক্ষু হাসপাতালের সামনে গুলিবিদ্ধ হয়। মিন্টুগাজীকে নিয়ে পরিবারের সকলে ব্যস্ত থাকার সুযোগে সন্ধ্যা সোয়া ৭ টায় ওই আসামিরা সোহেল রানা লাভলুর বাড়িতে হামলা করে। তারা লাভলুকে ধারালো চাকু দিয়ে কুপিয়ে জখম করে। ঘরের শোকেচের ড্রয়ারের মধ্যে থেকে নগদ টাকা স্বর্ণালংকরসহ ২লাখ ৪০ হাজার টাকার মালামাল ছিনিয়ে গেট ভাংচুর করে চলে যায়। গুরুতর আহত অবস্থায় লাভলুকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় পুলিশ ইকবাল হোসেন এনামুলকে গ্রেফতার করে। তবে মিন্টু গাজীর উপর গুলিবিদ্ধর ঘটনায় এখনও থানায় মামলা দায়ের করা হয়নি বলে পুলিশ জানিয়েছেন।