মুন্সীগঞ্জ শ্রীনগর প্রেসক্লাবে কর্মরত সাংবাদিকদের আওয়ামী লীগের সাবেক স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ বদিউজ্জামান ভুইয়া ডাবলু পক্ষ থেকে পিপিই, মাক্স ও হ্যান্ড সেনিটোরিয়াম বিতরণ করা হয়েছে।
বুধবার বেলা ১২ টার দিকে শ্রীনগর প্রেসক্লােেবর সভাপতি নজরুল ইসলাম ও সাবেক সভাপতি আওলাদ হোসেনের কাছে ১০টি পিপিই, মাক্স ও হ্যান্ড সেনিটোরিয়াম হস্তান্তর করা হয়। সে সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোঃ হারুন-উর রসিদ, শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোঃ মনসুর আহমেদ, শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলী আক্কাস মৃধা জীবন, রাড়িখাল ইউনিয়ন যুবলীগের সভাপতি উৎপল আহমেদ পল, বিএম মাসুদ রানা প্রমুখ।