মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা মিজানুর রহমান সিনহার পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার সকালে উপজেলার আটটি ইউনিয়নের দুই হাজার পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দেওয়া হয়।
গতকাল বেলা ১১ টার দিকে মালখানগর ইউনিয়নের শতদল সংঘ থেকে আনুষ্ঠানিক বিতরণ শুরু হয়। এ সময় উপস্থিত ছিলেন, সিরাজদিখান উপজেলা বিএনপি সহ-সভাপতি মোতাহার হোসেন, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আওলাদ হোসেন মোল্লা, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আতাউর রহমান, জেলা যুবদলের যুগ্ন সম্পাদক মো. ইকবাল হোসেন, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ইয়াছিন সুমন, মালখানগর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মো. খোরশেদ আলম, বিএনপি নেতা দেলোয়ার হোসেন মোল্লা, ইছাপুরা ইউনিয়ন বিএনপি সভাপতি কাজী কামরুজ্জামান লিপু, মালখানগর ইউনিয়ন বিএনপি সাবেক সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ।
এছাড়া আরো উপস্থিত ছিলেন মীর আবদুল গণী, হাজী আনোয়ার হোসেন, হাজী ফিরোজ আহমেদ, হাজী সামসুদ্দিন, আবু সাইদ, সাব্বির আহমেদ, মো. মামুন প্রমুখ।