৬মে বুধবার কুড়িগ্রামের রাজারহাটে অজ্ঞাত পরিচয়ে সাড়ে ৩বছরের একটি শিশু পুত্রকে পাওয়া গেছে।
এলাকাবাসীরা জানান, ৬মে বুধবার দুপুর সাড়ে ১২ঘটিকার দিকে সাড়ে ৩বছরের একটি বাচ্চা উপজেলার নাজিমখান ইউনিয়নের মল্লিকবেগ গ্রামে ঘুরাঘুরি করছে। এতে অনেকের সন্দেহ হয়। পরে তাকে জিজ্ঞাসা করলে সে কিছুই বলতে পারছে না। পরে তাকে ওই গ্রামের মৃত আইয়ুব আলীর বাড়ীতে হেফাজতে রাখা হয়। তার গায়ের রং উজ্বল শ্যামা, লম্বা ২ফুট, গায়ে লাল চেকের বৈশাখী পোশাক। মোবাইল নম্বর-০১৭২৩৩৯৩৮৩০ অথবা ০১৭১৯০২৬৭০০ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।