পাবনার সুজানগরের মানিকহাট ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে প্রাণঘাতী করোনায় কর্মহীন পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়েছে। বুধবার সকালে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আবদুল মজিদ সরদার প্রধান অতিথি হিসেবে ইউনিয়নের ২‘শ ১৫টি পরিবারের মাঝে ১০কেজি করে ওই চাল বিতরণ করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডেপুটি কমান্ডার আবদুল হাই, মানিকহাট ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আবদুর রহিম আজাদ জিন্নাহ, মুক্তিযোদ্ধা মশিউর রহমান মিয়া, চয়েন উদ্দিন শেখ, মাহতাব উদ্দিন, ইয়াছীন আলী ও মকছেদ আলম মাস্টার প্রমুখ।