আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নে ২০০৯ সাল থেকে ডিসিআর নিয়ে ভোগদখলীয় ও ঘরবেধে বসবাসকরা জমি থেকে ভূমিহীনদের উচ্ছেদে ঘড়যন্ত্রের অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে ভূমিহীনরা প্রশাসনসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছে।
শোভনালী ইউনিয়নের বাঁকড়া গ্রামের মৃত কাদের ঢালীর পুত্র বাবুল হোসেন, জয়নদ্দী সরদারের পুত্র সবুর সরদারসহ এলাকার ৩০ জন ভূমিহীন লিখিত বক্তব্যে জানান, বাঁকড়া মৌজায় ১নং খাস খতিয়ানে ১৯৫০ দাগে ২০ একর জমির মধ্যে ৫.৪৮ একর জমি ২০০৯ সাল হতে তারা ডিসিআর প্রাপ্ত হয়ে ভোগদখলে আছেন। জমিতে তারা ঘরবাড়ি বেধে বসবাস করছেন এবং মৎস্য ঘেরে মাছ চাষ করেন। ২০১৫ সাল থেকে ডিসিআর বন্ধ থাকায় আবেদন করার পরও এখনো ডিসিআর দেওয়া হয়নি। তাই তারা ডিসিআর বা চিরস্থায়ী বন্দোবস্ত পেতে প্রস্তুত রয়েছে। প্রতিপক্ষ কামালকাটি গ্রামের নৃপেন্দ্র সানার পুত্র মহানন্দ, মৃত অভয় সানার পুত্র ভূপেন্দ্র সানাসহ তাদের সহযোগিরা ওই জমি তাদের মালিকানা সত্ত্ব দাবী করে জবর দখলের চেষ্টা করে ও মামলা হামলা করে তাদেরকে হেনস্থা করে আসছে। বাধ্য হয়ে সরকারি খাস জমি উদ্ধার করতে বিজ্ঞ অতিরিক্ত জেলা প্রশাসক (রাঃ) খুলনা আদালতের মিস ৫০/৭৫-৭৬ (এলএ এ্যাক্ট ৮৭ ধারা) নং মামলার আদেশের বিরুদ্ধে সবুর সরদার দিং অতিঃ বিভাগীয় কমিশনার (রাজস্ব) খুলনা আদালতে মিস ্আপীল ৭৭/০৯ রুজু করেন। বিজ্ঞ আদালত ০৪/১০/০৯ তাং যে আদেশ প্রদান করেন, তাতে দেখা যায় “---- ৫০/৭৫-৭৬ নং মিস কেস জাল, তঞ্চকী, যোগসাজসী অস্তিস্তহীন এবং ঐ কেসটি আদৌ কখনও এ,ডি,সি (রাঃ) খুলনা দপ্তর থেকে তৈরি হয়নি বলে জানা গেল। তর্কিত আদেশ প্রদানকালে বিজ্ঞ নিম্ন আদালতের এস,এ এ- টি এ্যাক্ট এর ৮৭ ধারার বিধান অনুসরন না করে বিধি বহির্ভূতভাবে তর্কিত আদেশ প্রদান করা হয়েছে। কাজেই ওই আদেশ রদ ও রহিতক্রমে আপীলকারীদের আপীল মঞ্জুর করা গেল।” এই আদেশের বিরুদ্ধে ভূমি আপীল বোর্ডে আনন্দ. মোহন সানা দিং রিভিশন মামলা ৫-৮৮/২০১১ (বন্দোঃ) রিভিশন, সাতক্ষীরা রুজু করেন। বিজ্ঞ আদালত ২৬/১১/১৪ তাং রিভিশন আবেদন না মঞ্জুর করতঃ অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাঃ) খুলনা আদালতের আদেশ বহাল রাখেন এবং তদ্বীয় আদালতের স্থগিতাদেশ প্রত্যাহার করেন। তখন তাদের জন্য জমিতে বসাবসে কোন প্রতিবন্ধকতা থাকলো না।
ভূমিহীনরা খাস জমি ডিসিআর প্রাপ্ত হয়ে ভোগদখলে থেকে ঘরবাড়ি বেধে বসবাস করছেন। সেই জমি ভূমি দস্যুরা ইউপি সদস্য আঃ গফফারের সহযোগিতায় ব্যক্তিমালিকানা স্বত্ত্ব প্রমানের চেষ্টা করেন। ভূমিহীনরা স্বউদ্যোগে সরকারের পক্ষ নিয়ে আইন আদালতের মাধ্যমে উদ্ধার করার পর শান্তিপূর্ণ দখলে গেলেও প্রতিপক্ষ তাদেরকে উচ্ছেদ করতে জোর অপতৎপরতা শুরু করেছেন। এমনকি মিথ্যা মামলায় ফাঁসিয়ে মজা দেখে নেওয়ার হুমকী দিয়ে চলেছে বলে ভূমিহীনরা দাবী করেন। এ ব্যাপারে তারা আইন প্রয়োগকারী সংস্থাসহ সকলের সহযোগিতা কামনা করেন।