শ্রীমঙ্গলে চট্টগাম থেকে আসা আরো একজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কাজের ব্যাপারে প্রধান ব্যক্তি ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী জানান, গত ২৩ এপ্রিল আক্রান্ত ব্যক্তি চট্টগ্রাম থেকে শ্রীমঙ্গল আসেন। ২৪ এপ্রিল তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টায় তার করোনা পজিটিভ রিপোর্ট শ্রীমঙ্গল স্বাস্হ্য কমপ্লেক্সে এসে পৌছে। আক্রান্তের বাড়ি উপজেলার সিন্দুরখাঁন ইউনিয়নে।
এদিকে আজ দুপুরে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব নজরুল ইসলাম, উপজেলা স্বাস্হ্য ও পরিবার পরিকল্পনা কাজের ব্যাপারে প্রধান ব্যক্তি ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী, আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. আবু মোহাম্মদ নাহিদ ও পুলিশ ফোর্স আক্রান্ত ব্যক্তির বাড়িতে যান এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন। একই সাথে কয়েকটি বাড়ি লকডাউন করেন।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব নজরুল ইসলাম জানান, করোনা আক্রান্ত ওই ব্যক্তির বাড়িসহ আশপাশের আটটি বাড়ি লকডাউন করা হয়েছে।
ডা. সাজ্জাদ আরো জানান, সেই সব বাড়ির ভিন্ন সদস্যদের নমুনা সংগ্রহ করা হবে আগামীকাল। সবার রির্পোট না আসা পর্যন্ত সবগুলো বাড়ি লকডাউন থাকবে।