সামাজিক দূরত্ব বজায় রেখে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে মঙ্গলবার বাগেরহাট জেলা সদরে কর্মরত সাংবাদিকদের সাথে করোনা ভাইরাস প্রতিরোধের বিষয় নিয়ে মতবিনিময় করেছেন জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ। অনুষ্ঠান জেলা প্রশাসনের পক্ষ থেকে বাগেরহাট জেলা শহরে কর্মরত ৬০ জন সাংবাদিকদের ইফতার সামগ্রীসহ করোনা প্রতিরোধের মাস্ক ও হ্যান্ডগ্লোভস প্রদান করেন।
বাগেরহাটের জেলা প্রশাসক মো. মামুনুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, সিভিল সার্জন ডা. কেএম হুমাযুন কবীর, প্রেসক্লাবের সভাপতি এমডি মোজাফ্ফর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আজমল হোসেন, সাবেক সভাপতি আহাদ হায়দার, জেলা আওয়ামী লীগ নেতা ফিরোজুল ইসলাম প্রমুখ।
মতবিনিময় সভায় জেলা প্রশাসক করোনা নিয়ে সংবাদকর্মীরা বিভ্রান্তিমূলক সংবাদ পরিবেশন না করায় তাদের ধন্যবাদ জানান। করোনা ভাইরাস প্রতিরোধে সকলকে সরকারি নির্দেশনা মেনে চলতে সকলের প্রতি আহবান।