করোনা দূর্যোগ মোকাবেলায় সারাবিশ্ব আজও বিপর্যস্থ। কোন ক্রমেই লাগাম টেনে ধরা যাচ্ছে না এই রোগের। বাংলাদেশও এই মহামারিতে পড়েছে কঠিন বিপদের মুখে। এই রোগ মোকাবেলায় সর্বশ্রেণীর মানুষের স্বাভাবিক চলফেরা নিষেধ করেছে। ফলে দারিদ্রতম এইদেশের অনেক মানুষ কর্মহিন পড়েছে। আর এদের কথা চিন্তা করে সরকার প্রধান শেখ হাসিনা তাদের জন্য সরকারি ত্রাণ দেবার উদ্যোগ গ্রহণ করেছে। দুই মাস হতে চাল, ডাল, তেলসহ অন্যান্য খাদ্য শস্য বিতরণ করা হচ্ছিলো।
রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় এবার সেই সরকারি ত্রাণ ১০ কেজি চালের সাথে নতুন মাত্রায় যোগ হয়েছে সবজি।
গোদাগাড়ী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আবু বাশির জানান. বাংলাদেশ সরকারের দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের নির্দেশ ক্রমে আগে হতেই মাথা পিছু চাল, ডাল, তেল ও অন্যান্য খাদ্য সামগ্রী বিতরণ অব্যহত আছে। এরই সাথে নতুন করে এবার এই দুস্থদের মাঝে সরকার সবজি বিতরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ফলে উপজেলার দুস্থদের মাঝে ১০ কেজি চালের পাশাপশি সবজি বিতরণ করা হচ্ছে।
তিনি জানান, সরকার চিন্তা করছে এসব দুস্থরা চাল পাওয়ার পর বাজারে যাচ্ছে ফলে সেখানে তারা করোনা সংক্রমিত হওয়ার আশঙ্কা আছে তাই তাদের চালের সাথে সবজি দেওয়া হচ্ছে।
মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলার গোগ্রাম ইউনিয়নের ৪২৭ জনকে চাল ও সবজি দেওয়া হয়। সামাজিক দূরত্ব নিশ্চিত করে এবং খুব সুশৃঙ্খল ভাবে এসব খাদ্য সামগ্রী প্রধান অতিথি থেকে তুলে দেন গোগ্রাম ইউনিয়ন চেয়ারম্যান ও উপাধ্যক্ষ মোঃ মজিবুর রহমান। এই সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবদুর রশিদ, ট্যাগ কর্মকর্তা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আশিকুর রহমান।
অপর দিকে বেলা সাড়ে ১০ টার দিকে উপজেলার দেওপাড়া ইউনিয়নে ৫৪৪ জনকে চাল ও সবজি তুলে দেন চেয়ারম্যান মোঃ আকতার হোসেন।
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ মতিয়র রহমান জানান, সরকারের নির্দেশনা মোতাবেক উপজেলার বিভিন্ন ইউনিয়নে ত্রাণ হিসেবে চালের সাথে বিভিন্ন সবজি দেওয়া হচ্ছে। উপজেলা কৃষি অফিস এই এলাকর কৃষির উন্নয়নে কাজ করে যাচ্ছে। তাই এই অঞ্চলের কৃষকের উৎপাদিত সবজি তাদের কাছ হতে নায্য মূল্য দিয়ে ক্রয় করে ত্রাণ হিসেবে দেওয়া হচ্ছে ফলে এই এলাকার কৃষক অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছে। সবজি হিসেবে, আলু, মিষ্টি কুমড়া, লাউ, বাঁধাকপি ও পটল দেওয়া হচ্ছে বলে জানান।