করোনা ভাইরাস সংক্রমণ রোধে শ্রীনগর উপজেলার বিবন্দী গ্রামের বাসিন্দা বিশিষ্ট ব্যবসায়ী ও নান্নু গ্রুপের পরিচালক হাজী অধ্যাপক জাহাঙ্গীর আলমের উদ্যোগে দ্বিতীয় পর্যায়ে ২’শত জনের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরের দিকে বিবন্দীতে এই ত্রাণ বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন শ্রীনগর উপজেলা নির্বাহী মোসাম্মৎ রহিমা আক্তার। এ সময় ইউএনও বলেন, করোনা মোকাবেলায় আপনার সবাই সরকারি আইন ও স্বাস্থ্য বিধি মেন চলবেন। সবাইকে সামাজিক দূরত্ব বজায় রেখে নিরাপদে থাকার পরামর্শ দেন তিনি।
স্থানীয় ইউপি সদস্য আবদুল কাইয়ূম মিন্টু ও ঢাকার সদর ঘাটের ব্যবসায়ী সমিতির কোষাধ্যক্ষ আবদুল কাইউম শেখের পরিচালনায় খাদ্য সামগ্রী বিতরণকালে এ সময় উপস্থিত ছিলেন কুকুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মো. বাবুল হোসেন বাবু, মুন্সীগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আলহাজ মো. জাকারিয়া মোল্লা, জেলা জজ কোর্টের এপিপি অ্যাডভোকেট আবদুল মতিন উজ্জ্বল, কুকুটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুস সালাম সেন্টু মুক্তার, কুকুটিয়া ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য মোকশেদুর রহমান মোকশেদ, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. মতি শেখ, সমাজ সেবক মো. শহিদুল ইসলাম শেখ, বিবন্দী পুরাতন জামে মসজিদের ইমাম মাওলানা মো. আবু জাফর প্রমুখ।
করোনা মোকাবেলায় কুকুটিয়া ইউনিয়নের সাবেক ৩নং ওয়ার্ডের কয়েকটি গ্রামের বাছাইকৃত অসহায় ২০০ জনের প্রত্যেককে ২ কেজি ছোলা, ১ কেজি চিনি, ১ কেজি খেজুর, ১ লিটার ভোজ্যতেল, ১ কেজি ডাল, ১ কেজি লবণ ও ১টি করে সাবান দেওয়া হয়। এর আগেও গত ২৮ এপ্রিল হাজী অধ্যাপক জাহাঙ্গীর আলমের উদ্যোগে ১০০টি পরিবারের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।