শ্রীনগরে করোনাভাইরাসের কারণে শ্রমিক সংকটের কথা চিন্তা করে ধান কাঁটার জন্য বিনা মূল্যে রিপার মেশিন প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (৫ মে) বেলা ১১ টায় শ্রীনগর মুক্তিযোদ্ধা সংসদের সামনে রিপার মেশিনটি প্রদান করা হয়।
শ্রীনগর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোসাম্মৎ রহিমা বেগম ও সিরাজদিখান ব্যাংক এশিয়ার এজেন্ড শেখ তাজুল ইসলাম পিন্টু কৃষক নাজমা বেগমের কাছে রিপার মেশিনটি হস্তান্তর করেন।
এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সিরাজদিখান ব্যাংক এশিয়ার ম্যানেজার বিপুল সরকার, কর্পোরেট অফিসের কর্মকর্তা মোঃ আক্তার হোসেন, শ্রীনগর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জহিরুল হক নিসাদ সিকদার, আর এম এজেন্ট আলী আক্কাছ প্রমুখ।