ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে করোনা ভাইরাসের প্রভাবের কারণে খাদ্য সংকট মোকাবেলায় অসহায় ও হতদরিদ্র আনসার-ভিডিপি সদস্যদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের নির্দেশে সারাদেশের ন্যায় এ উপজেলার ৩‘শ আনসার-ভিডিপি সদস্যদের মাঝে বিতরণ করা হয়। মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগর আসনের সংসদ সদস্য ও সমাজ কল্যাণ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেন সংগ্রাম এসব খাদ্য সামগ্রী তুলে দেন। নাসিরনগর মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধ চত্বরে করোনা সংক্রমণ প্রতিরোধে সামাজিক দুরুত্ব বজায় রেখে তিন‘শ আনসার-ভিডিপি সদস্যদেরকে ৫ কেজি চাল,১ কেজি ডাল,১ লিটার তেল,২ কেজি আলু ও ১টি সাবান ও ১টি মাস্ক বিতরণ করা হয়। এ সময় উপজেলা চেয়ারম্যান ডাঃ রাফিউদ্দিন আহমেদ,উপজেলা নিবার্হী কর্মকর্তা নাজমা আশরাফী,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার,থানার কর্মকর্তা ইনচার্জ সাজেদুর রহমান,উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মিজানুর রহমানসহ ইউনিয়ন পর্যায়ের আনসার-ভিডিপির কমান্ডারগণ,আওয়ামীলীগের দলীয় নেতৃবৃন্দ ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।