সুন্দরবনের গেওয়াখালী টহল ফাঁড়ির অধিনস্থ কালির এলাকায় অভিযান চালিয়ে জবাই করা ১ টি হরিণ সহ ৪ শিকরীকে আটক করেছে বন বিভাগ। জানা গেছে গত সোমবার বিকাল ৫ টার দিকে গেওয়াখালী টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা এজেড মঞ্জুরুল করিমের নেতৃত্বে অভিযান চালিয়ে জবাই করা ১ টি হরিন সহ ৪ জন শিকারীকে আটক করা হয়। আটককৃতরা হলেন, কয়রা উপজেলার জোড়শিং গ্রামের বিল্লাল হোসেন, কামাল গাজী নুর বকস মল্লিক ও শাহ আলম গাজী। এদেরকে কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরন করা হয়েছে। খুলনা রেঞ্জের সহকারি বন সংরক্ষক (এসিএফ) মোঃ সালেহ বলেন, এ ব্যাপারে বন আইনে মামলা হয়েছে।